
করোনায় করণীয় বিষয়ে লালমোহনে মতবিনিময় সভা
প্রকাশ: ০৩ মে ২১ । ০০:৪৭
লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে করোনার ছোবল থেকে মানুষকে রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার ওই সভা হয় সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে।
সভায় সভাপতিত্ব করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় করোনার সময়ে অসহায় হয়ে পড়া মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সুসম বণ্টনে পরামর্শ গ্রহণ করা হয়।
এসময় এমপি শাওন বলেন, করোনার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকর পদক্ষেপে বাংলাদেশ এখনও বিশ্বে অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। এই মহামারির মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
তিনি আরও বলেন, আমরা কঠিন অবস্থার মধ্যে রয়েছি। বিশ্বে লাখ লাখ মানুষের করোনায় মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার নানা নির্দেশনা দিয়েছেন। ওইসব নির্দেশনা মেনে দুর্যোগ মোকাবিলা করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর কাউন্সিলররা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com