এক ব্যক্তিকে গুলির পর কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৩ মে ২১ । ০১:০৩

কক্সবাজার অফিস

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জয়নাল আবেদীন (৩৬) নামে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন, আলী আকবর (৩৮) ও রিফা আক্তার (১৬)।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। জয়নাল ওই এলাকার আফজালিয়া পাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আহত আকবর একই এলাকার রুস্তম আলীর ছেলে এবং রিফা মহিউদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষর্শীরা জানান, রাতে আফজালিয়া পাড়ার বদি আলমের ছেলে আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার মৃত নুরুল হোছেনের ছেলে নেজাম উদ্দিন ছোটনের নেতৃত্বে সায়েদ, মোজাম্মেল, মোস্তাক, বুলু, আবুল কাশেম, আহমদ কবির, মকছুদ, নেছার, জিয়াবুলসহ আরও ১০ থেকে ১৫ জন জয়নালের ওপর সশস্ত্র হামলা করেন। প্রথমে বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান জয়নাল। এরপর হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যান। জয়নালের সঙ্গে থাকা আকবরও বুকে গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক ডা. তাহমিদুল ইসলাম জয়নাল ও আকবরের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জয়নালকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবদু রহিম বলেন, কিছুদিন আগে ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে নেজাম উদ্দিন ছোটন ও জয়নালের ছোট ভাই শাহাব উদ্দিনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার ইস্যু ধরে আজ ছোটন ও আবু ছৈয়দের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক জয়নাল ও আকবরের ওপর হামলা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com