
মুনিয়ার মৃত্যু: কল রেকর্ডের ফরেনসিক চেয়ে আইনি নোটিশ
প্রকাশ: ০৩ মে ২১ । ২০:২৪ | আপডেট: ০৩ মে ২১ । ২০:৩২
সমকাল প্রতিবেদক

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি কল রেকর্ড ফরেনসিক পর্যালোচনার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান স্বরাষ্ট্র সচিব বরাবর এ নোটিশ পাঠান।
বলা হচ্ছে, কল রেকর্ডটি মোসারাত জাহান মুনিয়ার সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের।
রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে বলা হয়, সম্প্রতি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান ও নুসরাত জাহান মুনিয়ার মধ্যে কথোপকথনের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ওই কল রেকর্ডে সায়েম সোবহান যেসব শব্দ ভিকটিম মুনিয়ার ক্ষেত্রে ব্যবহার করেছেন, তা যে কোনো নারীর জন্য অত্যন্ত অপমানজনক। ওই কল রেকর্ড যেন ফরেনসিক পর্যালোচনা করে দেখা হয়। যদি ফরেনসিক পর্যালোচনায় দেখা যায়, ওই 'অশ্লীল শব্দ' প্রয়োগকারী ব্যক্তি সায়েম সোবহান, তাহলে তার বিরুদ্ধে যেন ডিজিটাল নিরাপত্তা আইন বা দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
এর আগে গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। এ মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামি করা হয়।
মামলার পরদিন আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা চেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে পুলিশ। আদালত ওইদিন আবেদনটি মঞ্জুর করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com