নন্দীগ্রামে ভোট পুনর্গণনা চেয়ে মমতার আবেদন খারিজ

প্রকাশ: ০৫ মে ২১ । ২১:২৭

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম আসনের ভোট পুনর্গণনার আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। 

মঙ্গলবার নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে এটা নিয়ে নির্বাচনী মামলা করতে পারেন।

এবারের নির্বাচনে নিজ আসন দক্ষিণ কলকাতার ভবানীপুর ছেড়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নির্বাচনে মমতার প্রতিপক্ষ তার মন্ত্রীসভার সাবেক সদস্য শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তিনি। ওই আসনে মমতার চেয়ে ১ হাজার ৯৫৬ ভোট বেশি পান শুভেন্দু। এরপর ভোটে কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে নন্দীগ্রাম আসনের ভোট পুনর্গণনার আবেদন জানান মমতা।

মঙ্গলবার মমতার আবেদন খারিজ করে দিয়ে নির্বাচন কমিশন বলেছে, নন্দীগ্রাম আসনের রিটার্নিং অফিসারের নির্দেশই বহাল রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে জনপ্রতিনিধিত্ব আইনের ৮০ ধারায় নির্বাচনী মামলা করতে পারেন।

এদিকে ভারতের সংবিধান অনুযায়ী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে বাংলায় শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com