
সিনিয়রকে লাঞ্ছিত করায় বরিশালে ২ পুলিশ কর্মকর্তা ক্লোজড
প্রকাশ: ০৫ মে ২১ । ২১:৪৫
বরিশাল ব্যুরো

বরিশালের বাকেরগঞ্জে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা পুলিশের দুই কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে। তারা হলেন- সার্জেন্ট মো. আসাদ ও টিএসআই আইয়ুব আলী আকণ।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, টিআই ফিরোজ প্রধানকে লাঞ্ছিত করেছেন সার্জেন্ট আসাদ ও আইয়ুব আলী। তবে অপর একটি সূত্র বলেছে, ওই দুই কর্মকর্তা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন সরদার বলেন, গত শনিবার দুপুরে এক সার্জেন্টের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সার্জেন্ট আসাদ ও টিএসআই আইয়ুব আলীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন বাকেরগঞ্জে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো. ফিরোজ প্রধান। ওই সময় তারা টিআই ফিরোজের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করেন। প্রাথমিকভাবে তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বিষয়টি তদন্তের পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com