
করোনায় কর্মহীন নারী শ্রমিকদের মাঝে খুলনা-২ আসনের এমপির সৌজন্যে সহায়তা বিতরণ
প্রকাশ: ০৭ মে ২১ । ১৫:৩৪
অনলাইন ডেস্ক

খুলনা হাদিস পার্কে বৃহস্পতিবার সকাল ১১টায় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সৌজন্যে মানবিক সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে করোনায় কর্মহীন নারী শ্রমিকদের ৫০০ জনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিল চাল, আলু, সবজি ও মুরগির মাংস।
খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, আরও উপস্থিত ছিলেন এমডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা মহানগর। অনলাইনে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।তিনি বলেন করোনায় কর্মহীনদের খাদ্য সহায়তাসহ সকল ধরণের সহায়তা অব্যহত থাকবে। সমাজের বিত্তবান মানুষদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এই কার্যক্রমকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করায় জেলা প্রশাসন, খুলনাকে ধন্যবাদ জানান।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খুলনা হাদিস পার্কের উন্মুক্ত মাঠে করোনায় কর্মহীন নারী শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তাঁর বক্তব্যে সাধারণ মানুষকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে ঘরে থাকার এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সাংসদের নেতৃত্বে এ মানবিক সহায়তা কার্যক্রম কর্মহীনদের খাদ্যের পাশাপাশি মানসিক শক্তি যোগাবে।
খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগসহ বিভিন্ন ওর্য়াডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com