
ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, যুবক জেলে
প্রকাশ: ০৭ মে ২১ । ১৭:৪৯
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি
চট্টগ্রামের পটিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
এ ঘটনায় শুক্রবার আমির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে পাঠালে বিচারক জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।
আমির হোসেন উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ওসমানপাড়া এলাকার মৃত আবু তৈয়বের ছেলে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাঈদগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওসমানপাড়া এলাকার আমির হোসেন (২২) একই গ্রামের তেতুলতল এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে একপর্যায়ে ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, ‘আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক জেলে পাঠানোর নির্দেশ দেন।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com