
এমন কোনো মানুষ নেই যিনি প্রধানমন্ত্রীর ত্রাণ পাননি: আফজাল হোসেন
প্রকাশ: ১০ মে ২১ । ১৯:৪১ | আপডেট: ১০ মে ২১ । ১৯:৪৫
পটুয়াখালী প্রতিনিধি

পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন -সমকাল
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বলেছেন, ‘করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী পদক্ষেপ বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী এমন কোনা মানুষ নেই যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ পাননি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামগঞ্জের গরীব মানুষদের নগদ টাকা দিয়েও সহায়তা করছেন’।
সোমবার বিকেলে পটুয়াখালীর নিউমার্কেট চত্বরে নিজ উদ্যোগে ৩০০ পথচারী ও শ্রমজীবী রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com