
সিএমপি-বিদ্যানন্দ’র আয়োজন
এক টাকায় ঈদ আনন্দ
প্রকাশ: ১০ মে ২১ । ২০:১৭
চট্টগ্রাম ব্যুরো

ছবি: সমকাল
অসহায় ও গরিব মানুষের জন্য ‘এক টাকায় ঈদ আনন্দ’ আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দের সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে সিএমপি-বিদ্যানন্দের এমন ব্যতিক্রমী কার্যক্রম। যেখানে প্রথমদিনই কয়েক’শ মানুষ অংশ নেয়। আগামী তিনদিন ধরে এ আয়োজন চলবে। শিশুসহ বিভিন্ন বয়সীদের জন্য জামা-কাপড়, শাড়ি, লুঙ্গি, প্যান্ট, পাঞ্জাবি কিংবা ছোলা, চিনি, সেমাই, নুডুলসসহ নানাবিধ পণ্য; যাই কিনবেন তার দাম মাত্র এক টাকা।
সোমবার সকালে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই কার্যত্রক্রমের উদ্ভোধন করেন। সঙ্গে ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার শামসুল আলম (ক্রাইম অ্যান্ড অপারেশন), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি কমিশনার বলেন, ‘যাকাত কিংবা দান নয়, নিজেদের সামর্থ্যের টাকায় গরিব মানুষ ঈদের পোশাক কিনে নিতে পারছেন। শিশু-কিশোর, তরুণ-বৃদ্ধ সব বয়সের মানুষের জন্যই এ আয়োজন। বিদ্যানন্দের সঙ্গে এই আয়োজনে থাকতে পেরে গর্ববোধ করছি।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com