প্রতিবন্ধী নারী ধর্ষণের ঘটনায় মামলা

প্রকাশ: ১৬ মে ২১ । ১৬:৫০ | আপডেট: ১৬ মে ২১ । ১৭:৩৬

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাক প্রতিবন্ধী এক নারীকে (৩৫) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে ধর্ষণের শিকার নারীর ছোট বোন মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ওই ব্যক্তির নাম সরোয়ার ফরাজী (৪৫)। তিনি উপজেলার জুনিয়া গ্রামের মোশাররফ ফরাজীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মা মারা যাওয়ার পর বাক প্রতিবন্ধী ওই নারী তার ছোট বোনের বাড়িতে থাকতেন। শনিবার বিকেলে ভুক্তভোগীকে বাড়িতে রেখে তার বোন ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে যান। এ সময় ওই নারীকে একা পেয়ে বাড়িতে ঢুকে প্রতিবেশী সরোয়ার ফরাজী ভুক্তভোগীকে ধর্ষণ করেন। এ সময় ওই নারীর ছোট বোন ঘটনাস্থলে চলে এলে সরোয়ার ফরাজী কৌশলে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর বোন বাদী হয়ে রাতেই ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ভাণ্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, ধর্ষণের ঘটনায় ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com