নারদাকাণ্ডে গ্রেপ্তার ফিরহাদ-সুব্রত-মদন-শোভন

প্রকাশ: ১৭ মে ২১ । ১২:৪৫ | আপডেট: ১৭ মে ২১ । ১৪:১৭

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত নারদা মামলায় গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের মন্ত্রী ও সাবেক মেয়র ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়কে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। গ্রেপ্তার হয়েছেন শোভন চট্টোপাধ্যায়ও। সোমবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।  

এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা জানায়, সকালে কলকাতার সাবেক মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ৯টার দিকে তাকে বাড়ি থেকে নিয়ে যায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) একটি দল।

বাড়ি থেকে বের হওয়ার সময় ফিরহাদ বলেন, ‘নারদা মামলায় আমাকে গ্রেপ্তার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেপ্তার করা হল।’ তিনি আরও বলেন, ‘স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেপ্তার করা হল। আদালতে দেখে নেব।’

এদিন সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। সেখানে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। তাদের সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রের খবর।

তবে সিবিআই থেকে প্রথমে দাবি করা হয়, গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য তাদের চারজনকে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের গ্রেপ্তারের কথা জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

সোমবারই নারদাকাণ্ডে এই চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। 

কিছুদিন আগেই নারদা মামলায় চার্জশিট গঠনের অনুমতি দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। 

২০১৬ সালের মার্চে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের একদল নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের অর্থ গ্রহণের তথ্য ফাঁস করে আলোচনায় আসে দিল্লির নারদনিউজ ডটকম নামের একটি ওয়েবপোর্টাল। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, বিধায়কদের গোপনে অর্থ নেওয়ার ফুটেজও ফাঁস করা হয়। 'স্টিং অপারেশন'-এর মাধ্যমে ওই ভিডিও ফুটেজ তৈরি করা হয়। 

পরে এই ঘটনায় যে মামলা হয় তারই আসামি সোমবার গ্রেপ্তার হওয়া চারজন।  

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com