আত্রাইয়ে শ্রমিক লীগ নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যাচেষ্টা

প্রকাশ: ১৭ মে ২১ । ১৬:৫৩

নওগাঁ প্রতিনিধি

আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব হোসেন

নওগাঁর আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার সোয়েব হোসেনকে (৪৫) হাত-পায়ের রগ কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের উপজেলা পরিষদ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় 'আত্রাই ইনফরমেশন সেন্টার' নামে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় সোয়েবের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও তার ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা রাব্বীসহ ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে সোমবার সকালে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেছেন। ঠিকাদারি ব্যবসার টাকা লেনদেন সংক্রান্ত শত্রুতা ও এলাকায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। 

সরদার সোয়েব উপজেলার পাথাইঝাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নিউ মার্কেটের বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন সোয়েব। এ সময় মির্জা রাব্বীর নেতৃত্বে দেশিয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। সোয়েবকে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর এক পর্যায় হাত-পায়ের রগ কেটে দিয়ে মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সোয়েবের অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

সোয়েবের স্ত্রী সাবরিনা সুলতানা ঝর্ণা বলেন, 'রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও ঠিকাদারি ব্যবসার বিরোধের জের ধরে মমতাজ বেগমের নির্দেশে ও তার ছেলে মির্জা রাব্বীর নেতৃত্বে আমার স্বামী সোয়েবকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই আমি।'

গ্রেপ্তারের আগে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, 'রাজশাহীর বাগমারা উপজেলায় ঠিকাদারি ব্যবসার ৬৫ লাখ ও ঋণ বাবদ আরও ২ লাখসহ মোট ৬৭ লাখ টাকা সোয়েবের কাছে পাওনা রয়েছে তার। এই টাকা ফেরত দেওয়ার জন্য আমি ও আমার ছেলে রাব্বী বহুবার তাকে অনুরোধ করেছি। এটা নিয়ে অনেক দেন-দরবারও করা হয়েছে। সোয়েব কোনো টাকা দিতে চায় না। তবে কারা তার ওপর হামলা চালিয়েছে তা আমার জানা নেই। এই হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার আসামি মমতাজ বেগমকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com