
জবানবন্দি দিতে গিয়ে শেষ মুহূর্তে মত পাল্টান বাবুল আক্তার
প্রকাশ: ১৭ মে ২১ । ১৭:০৬
চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার জবানবন্দি দেওয়ার জন্য রাজি হলেও শেষে দেননি। পরে সোমবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকাল ১১টায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে পাঠায় পিবিআই।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, মাহমুদা খানম মিতু হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আসামি বাবুল আক্তার প্রথমে রাজি হলেও শেষে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেননি। নতুন করে রিমান্ড আবেদন করা থাকায় শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে বাবুল আক্তার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় পিবিআই তার ফের রিমান্ড আবেদন না করে জবানবন্দি রের্কড করতে আদালতে পাঠায়। জবানবন্দি দেওয়ার জন্য বিচারক তাকে তিন ঘণ্টা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেন। বিচারকের খাস কামরায় আসামিকে দেওয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর উল্টে যান আসামি বাবুল। তারপর শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর সন্তোষ চাকমা বলেন, বাবুল আক্তারকে ফের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হবে।
গত ১২ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের পাঁচ দিনের রিমান্ডে মঞ্জুর করেন। মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা তদন্ত করার জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রোর কাছে হস্তান্তর করেন পাঁচলাইশ থানা পুলিশ। এর আগে ১০ মে মামলার বাদি হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে ডেকে আনা হয় বাবুল আক্তারকে। তারপরই পুলিশ হেফাজতে নেওয়া হয় তাকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com