
চাঁদাবাজি মামলার আসামি ছাড়াতে থানা ঘেরাও করে আ’লীগ নেতাকর্মীদের বিক্ষোভ
প্রকাশ: ১৭ মে ২১ । ১৮:৪৮
বরিশাল ব্যুরো

থানর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন আ’লীগ নেতাকর্মীরা
বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশায় চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করায় তার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার দুপুর ১২টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার সামনে বিক্ষোভের নেতৃত্ব দেন এক সিটি কাউন্সিলরসহ মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা।
এর আগে চাঁদাবাজি মামলায় রিপন মাঝি নামের ওই আসামিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বিভাগীয় কমিশনার কার্যালয় সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অঙ্গ সংগঠন শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি গোলাম রসুল বাদী হয়ে গত ৩০ মার্চ এয়ারপোর্ট থানায় রিপন মাঝিসহ ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাটি দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিপন মাঝিকে গ্রেপ্তারের পর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু ও গোলাম সরোয়ার রাজীব, সাংগঠনিক সম্পাদক ও সিটি কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্না, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিম, সাজ্জাত সেরনিয়াবাতসহ কয়েকশ' নেতাকর্মী সোমবার মোটরসাইকেলের বহর নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন বিমানবন্দর থানায় যান। তারা থানার সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে রিপনকে মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে সেখান থেকে ফিরে এসে নগরীর সদর রোড বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু বলেন, ‘হয়রানিমূলক মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী রিপন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
বাসদের বরিশাল জেলা সভাপতি ডা. মণীষা চক্রবর্তী বলেন, কাশিপুর বাজারে অটোরিকশা ষ্টান্ডে প্রতিটি অটোরিকশা থেকে মাসে ৮০০ টাকা করে চাঁদা তুলতেন রিপন মাঝি ও তার সহযোগীরা। শ্রমিক ফ্রন্টের নেতৃত্বে অটোরিকশা চালকরা ঐক্যবদ্ধ হয়ে চাঁদা দিতে অস্বীকার করায় গত ২৮ মার্চ শ্রমিক ফ্রন্ট নেতা গোলাম রসুলকে মারধর করেছে চাঁদাবাজরা। খবর পেয়ে ওইদিন সন্ধ্যার পর তিনিসহ বাসদের অন্যান্য নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে চাঁদাবাজরা তাদেরকেও লাঠি নিয়ে মারতে তেড়ে আসে। এ ঘটনায় গোলাম রসুল বাদী হয়ে ৩০ মার্চ এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র দাস জানান, মামলার এজাহারভুক্ত আসামি রিপন মাঝিকে গ্রেপ্তারের পর কিছু লোকজন থানার সামনে জড়ো হয়েছিলেন। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com