মেহেরপুরে ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রকাশ: ১৮ মে ২১ । ১৪:৪১ | আপডেট: ১৮ মে ২১ । ১৪:৫৮

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় গৃহবধু রিজিয়া খাতুন (৩৩) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যতারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজিয়া খাতুন বাবুপুর গ্রামের সেন্টু মিয়ার স্ত্রী।

কোমরপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই ইকবাল হোসেন বলেন, সেন্টু তার স্ত্রীকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে মেহেরপুরে যাওয়ার পথে যতারপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলে রিজিয়া খাতুন নিহত হয়। নিহতের স্বামী আহত সেন্টু মিয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভার্তি করা হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাসেম বলেন, ট্রাক জব্দের পাশাপাশি ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com