
ব্ল্যাক ফাঙ্গাস ও সচেতনতা
প্রকাশ: ২৮ মে ২১ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ইমরান হুসাইন

২৬ মে সমকালের প্রথম পাতায় 'আতঙ্ক বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস' শিরোনামের প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পরছি দেশে দু'জনের শরীরে এর উপসর্গ পাওয়া গেছে। করোনাভাইরাসের ভারতীয় ধরন মোকাবিলায় বাংলাদেশের সরকার যখন একের পর এক নানা রকম পদক্ষেপ নিচ্ছে, ঠিক সে সময় দেশে ভারতীয় ছত্রাকজনিত রোগ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ও মৃত্যুর খবর অনেকের মাঝে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। করোনায় প্রাণহানি তিন লাখ ছাড়ানো পার্শ্ববর্তী দেশ ভারতে এর মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে বিভিন্ন রাজ্য। এ রোগে আক্রান্তরা প্রাণে বেঁচে গেলেও বেশিরভাগ ক্ষেত্রেই অস্ত্রোপচারের মাধ্যমে এক বা দুই চোখ, এমনকি চোয়ালও ফেলে দিয়ে বাঁচতে হয় বাকি জীবন।
এ পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে ৯ হাজারের বেশি মানুষের দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা যায়, বিরল এই রোগটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য হাতে আসার আগেই দেশটিতে মানবদেহে শনাক্ত হয়েছে আরও দুই ধরনের ছত্রাক হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস। এটি হোয়াইট ও ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে আরও বেশি মারাত্মক বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। পার্শ্ববর্তী দেশ ভারতের মহামারির চিত্র দেখে আমরা এতটুকু অনুমান করতে পারি, এটি কোনো সহজ রোগ নয়। করোনাভাইরাসের মতো এই ব্ল্যাক ফাঙ্গাসও মহামারির রূপ ধারণ করেছে। সম্প্রতি আমাদের দেশে একজনের মৃত্যু হয়েছে এ রোগে। এটি যেন আমাদের দেশেও মহামারি আকার ধারণ করতে না পারে, সে ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। জনগণ ও প্রশাসনকে অধিক সতর্ক হতে হবে।
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com