পদাবলি

পদুপুরের গান

প্রকাশ: ২৮ মে ২১ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সোহরাব পাশা

সভ্যতা শিখেছি গদ্যে-পদ্যে
শীতঘুমে
তুখোড় মেঘের ক্ষিপ্র ঝড়
তামসিক ভীতি
জরাগ্রস্ত ভুল গল্প পড়ে
বিনয়ের ক্রীতদাস
দীর্ঘ রাত্রির বিমূর্ত ক্যানভাসে আঁকে
নিদ্রার কোলাজ;

থেমেছে কি যাত্রাপথের আনন্দ গান
স্বপ্ন-অনির্বাণ
বাউলের ঘাটে এক খঞ্জনি বাদক
ভর দুপুরে রৌদ্রের ভিড়ে
আলো খোঁজে প্রাণ ভরে-
সুন্দর করো হে প্রভু এই রাত্রি-দিন
জরা-ব্যাধি দূর করে দাও
এ পৃথিবী স্বপ্নের মতো করো রঙিন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com