
হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৮ মে ২১ । ১৬:৫৪
নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভেসে যাওয়া এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম লিমা আক্তার (৬)। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরআমান উল্লা গ্রামের বেড়ীবাধের পাশে পানিতে ভেসে যাওয়ার সময় গাছের সঙ্গে আটকে থাকা অবস্থায় স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে হাতিয়া থানা পুলিশে খবর দেয়। নিহত শিশুটি উপজেলার সুখ চর ইউনিয়নের চরআমান উল্লা গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
হাতিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ঘূর্ণিঝর ইয়াসের প্রভাবে সৃষ্ট উঁচু মাত্রার জোয়ারের ফলে বুধবার বিকালে চরআমান উল্লা গ্রামে বাবুল মিয়ার ঘর পানিতে তলিয়ে যায়। এ সময় লিমা পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিল।
হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. এমরান হোসেন বলেন, পানিতে ভেসে গিয়ে মারা যাওয়া শিশুটির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্ণিমার ফলে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে উপজেলার ৮ ইউনিয়নের নিম্নাঞ্চল এবং দুইটি ইউনিয়নের বেড়িবাধের ১১টি পয়েন্ট ভেঙে গিয়ে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে। এতে ৯২টি কাচাঁ ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে সহায়তা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com