গুজবে করোনা থেকে বাঁচতে 'সাপের মাংস' খেয়ে বিপাকে

প্রকাশ: ২৮ মে ২১ । ১৮:৩৬ | আপডেট: ২৮ মে ২১ । ১৮:৩৮

অনলাইন ডেস্ক

ভিডিও থেকে নেওয়া ছবি

করোনা মহামারির কারণে সারা বিশ্বই বর্তমানে বিপর্যস্ত। এই ভাইরাস থেকে বাঁচতে মানুষ কত কী না করেছে। অনেকে বিভিন্ন উপায়ে শরীরে ইমিউনিটি বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু করোনার হাত থেকে বাঁচতে ভারতের তামিলনাড়ুর এক ব্যক্তি যা করেছেন তাতে চোখ কপালে উঠেছে সবার।  

জিনিউজ জানিয়েছে, সম্প্রতি তামিলনাড়ুর এক গ্রামে গুজব রটেঠে সাপের মাংস খেলে নাকি করোনা ধারে কাছে ঘেঁষবে না! এই গুজব শুনে সাপ ধরে তার মাংস খাওয়া শুর করেন ভাদিভেল নামে এক ব্যক্তি। এতদিন বিষয়টি সেভাবে জানা প্রকাশ হয়নি। কিন্তু বৃহস্পতিবার ভাদিভেলের সাপ খাওয়ার একটি ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

জানা গেছে, তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার পেরুমলপত্তি গ্রামের বাসিন্দা ভাদিভেল। যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি সাপ ধরে কামড়াচ্ছেন ভাদিভেল। সেই সঙ্গে তাকে বলতে শোনা যাচ্ছে, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত। কোভিড থেকে নিজেকে বাঁচাতে তাই সাপ খাচ্ছেন তিনি। 

ভিডিওটি নজরে আসলে জেলা বনদফতর পুলিশকে খবর দেয়। তারপরই গ্রেপ্তার করা হয় ভাদিভেলকে। পরে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com