বগুড়ায় পাঁচ শিবিরকর্মী আটক

প্রকাশ: ২৮ মে ২১ । ১৯:২৫

বগুড়া ব্যুরো

বগুড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ছাত্রশিবির আয়োজিত মানববন্ধন থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার সকালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের (পুরোনো ভবন) সামনে মানববন্ধন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- বগুড়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এসএম হাসানুল বান্নার (১৯), বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সায়েম শাহরিয়ার (১৫), একই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তানসিন আল রাফি (২০), সরকারি শাহ সুলতান কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজিদ আহম্মেদ সকাল (১৯) এবং সরকারি মুস্তাফাবিয়া মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম (২০)। তাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক সায়েম শাহরিয়ারকে ছেড়ে দেওয়া হয়েছে। অপর চারজনকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী শিবিরের নেতাকর্মীরা বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে শিবিরের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ।

ছাত্রশিবিরের একটি সূত্র জানায়, পুলিশের ভয়ে তারা শহরের সাতমাথায় না গিয়ে আজিজুল হক কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি শেষ হলে পুলিশ সেখানে পৌঁছে। পরে শিবিরের পাঁচকর্মীকে আটক করে পুলিশ।

বগুড়া সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চারজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। অপ্রাপ্তবয়স্ক একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com