ইয়াসের তাণ্ডবে ক্ষতবিক্ষত কুয়াকাটা সৈকত

প্রকাশ: ২৮ মে ২১ । ২১:২৫

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া সৈকতের একটি স্থাপনা -সমকাল

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কুয়াকাটা সমুদ্রসৈকতজুড়ে অজস্র ক্ষতচিহ্ন। বঙ্গোপসাগরের প্রবল ঢেউয়ের ঝাপটায় শ্রীহীন হয়ে পড়েছে গোটা সৈকত। প্রাকৃতিক বুলডোজারখ্যাত ঝড়ে উপকূল রক্ষাকবজ সবুজ বেষ্টনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চিরচেনা সমুদ্রসৈকতের চারদিক লণ্ডভণ্ড হওয়ায় এখন অচেনা মনে হয়। এই ক্ষত কত দিন বয়ে বেড়াতে হবে, তা কেউ বলতে পারছেন না।

সরেজমিন দেখা গেছে, কুয়াকাটা সৈকত রক্ষায় পাউবোর অর্থায়নে নির্মিত জিওব্যাগে বালু ভর্তি করে তৈরি জিওটিউব কয়েক দিনের ঢেউয়ের তাণ্ডবে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কয়েকটি জিওটিউব বালিয়াড়িতে দেবে বালু বের হয়ে গেছে। সমতল সৈকত বড় বড় ডোবায় রূপ নিয়েছে। ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র গাছপালা। পর্যটকদের ব্যবহারের পাবলিক টয়লেটটি নিশ্চিহ্ন হওয়ার পথে। কিংস হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের কয়েকশ দোকান উত্তাল সমুদ্র ভাসিয়ে নিয়ে গেছে।

ইয়াসের তাণ্ডবে সমতল সৈকতে বড় বড় ডোবার সৃষ্টি হয়েছে -সমকাল

সংশ্লিষ্টরা জানান, সৈকতের শাহজালাল মার্কেট সব দোকান এবং সরদার মার্কেটের অর্ধেক ঝড়ে ভেঙে গেছে। কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম দিকের লেম্বুর বন ও পূর্বদিকে কাউয়ারচর পর্যন্ত সৈকতের সংরক্ষিত বনের শত শত গাছপালা উপড়ে আছে। সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে কুয়াকাটা জাতীয় উদ্যান। সৈকতে থাকা ঝাউবন, নারিকেল কুঞ্জ, তালবাগান, শালবনসহ শুঁটকিপল্লি এবার তছনছ হয়ে গেছে।

কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ী জনি আলমগীর বলেন, 'প্রতি জোয়ারের পর ভাটায় সৈকতে এলে অচেনা লাগে। গত কয়েক দিনের ঢেউয়ের তাণ্ডবে সৈকতের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে।' কুয়াকাটায় বিনিয়োগকারী আবদুল্লাহ আল জোবায়ের বলেন, ঝড়ের প্রভাবে জোয়ারের অস্বাভাবিক স্রোত সৈকতের শতাধিক দোকানপাট সাগরে ভাসিয়ে নিয়েছে।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, ঘূর্ণিঝড় সৈকতের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে। কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছে কুয়াকাটা সৈকত। পুনরায় পরিকল্পনা করে ঢেলে সাজানো হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com