নকল প্রসাধন ও অস্বাস্থ্যকর খাদ্য তৈরি: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: ২৮ মে ২১ । ২২:৩৭

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

নকল প্রসাধনসামগ্রী ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য তৈরি করায় ঢাকার সাত প্রতিষ্ঠানকে ৯ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জ, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় ১৭ লাখ ২০ হাজার টাকার নকল প্রসাধন ও নিম্নমানের অস্বাস্থ্যকর খাদ্যপণ্য ধ্বংস করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০-এর সমন্বয়ে একটি দল এ অভিযান চালায়। এ সময় নকল প্রসাধন ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন, মজুদ এবং বিক্রির অপরাধে আরিফ কসমেটিপকে তিন লাখ, দিশামনি কসমেটিপকে এক লাখ, সোনারগাঁও বেভারেজ অ্যান্ড ফুড প্রোডাক্টসকে তিন লাখ, অপরূপা ফুডকে ৫০ হাজার, ডেইনটি ডেইরি ফার্মকে ৫০ হাজার, জারিফ দধি বন্দরকে ৫০ হাজার ও টিসুনামী ফুড প্রোডাক্টসকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সোনিয়া লজেন্স ও চায়না ব্রেড বেকারি নামের দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করার নির্দেশ দেন আদালত।

র‌্যাব সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com