
আন্তর্জাতিক নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ০১ জুন ২১ । ১৪:২৮
সমকাল প্রতিবেদক

পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং সম্প্রতি বাংলাদেশি তরুণীকে পৈশাচিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-আশরাফুল মন্ডল ওরফে বস রাফি, শাহিদা, আরমান শেখ ও ইসমাইল।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দীর্ঘদিন ধরে নানা কৌশলে বাংলাদেশ থেকে বিভিন্ন বয়সী নারী পাচার করে আসছিল শক্তিশালী একটি চক্র। এ চক্রের ‘মূল হোতা’ আশরাফুল মণ্ডল ওরফে রাফি। ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার সূত্র ধরে তদন্তে তাদের খোঁজ পায় র্যাব।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com