বদলে যাচ্ছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম

প্রকাশ: ০৫ জুন ২১ । ১৯:৫৯

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

বদলে যাচ্ছে রাজধানীর সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজের নাম পরিবর্তন করে 'গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, আজিমপুর, ঢাকা' করা হচ্ছে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু নাছের বেগ সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতিক্রমে এ নাম পরিবর্তনের আদেশ দেওয়া হয়েছে। সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত। এটি যুক্তরাষ্ট্রের ফোর্ড ফাউন্ডেশন ও ওকলাহামা স্টেট ইউনিভার্সিটির সহায়তায় স্থাপিত হয়েছিল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com