ফরিদপুরে আওয়ামী লীগের সভা

প্রকাশ: ০৫ জুন ২১ । ২০:৫২

ফরিদপুর অফিস

সভায় ফরিদপুর আওয়ামী লীগের নেতারা, ছবি: সমকাল

আওয়ামী লীগের ফরিদপুর কোতোয়ালি থানা শাখার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শহরের থানা রোডে আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা।

সংগঠনটির সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরীর সঞ্চালনায় সভায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন।

সভায় ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম তুলে ধরেন। তারা অবিলম্বে সব ইউনিয়ন কমিটি শক্তিশালী করার লক্ষ্যে জেলা ও উপজেলা কমটির জোর তৎপরতার তাগিদ দিয়ে দলীয় অভ্যন্তরীণ বিভাজন নিরসনের জন্য পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com