
বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু
প্রকাশ: ০৫ জুন ২১ । ২২:৩৯
বরিশাল ব্যুরো

প্রতীকী ছবি
বরিশালে সহকর্মীদের অসাবধানতায় বৈদ্যুতিক পোস্টে ঝুলেই মৃত্যু হয়েছে ফয়সাল হাওলাদার (২৮) নামের এক লাইনম্যানের। কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর রূপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (পাওয়ার হাউস) তত্বাবাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, লাইন মেরামতের জন্য শনিবার দিনভর বরিশাল নগরীর বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকালে সরবরাহ লাইন চালুন সময় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বৈদ্যুতিক পোস্টের তারের সসঙ্গে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন।
নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে।
বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানিয়েছেন, পাওয়ার হাউজ চত্বরে মই বেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল হাওলাদার। লাইন মেরামত শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ওপর থেকে নামিয়ে আনে। পরে ময়নাতদন্তের জন্য ফয়সালের মৃতদেহ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com