
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
প্রকাশ: ১০ জুন ২১ । ১৬:০৪
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে দেশটির নারিয়া এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারালে তিনি মারা যান।
নিহত সাইফুল ইসলাম রেজা নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামের মাওলানা ইউনুছুর রহমানের ছেলে। তিনি কোরআনে হাফেজ ছিলেন। সাইফুল সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকুরি করতেন। পাশাপাশি অবসর সময়ে সেখানে গাড়িও চালাতেন।
নিহতের ফুফাত ভাই চৌধুরী সুমন জানান, ছয় বছর আগে সাইফুল সৌদি আরবে যান। সেখানে সাইফুল ও তার ছোট ভাই একসঙ্গে থাকতেন। কিছু দিন আগে তার মা, বোন ও ছোট ভাইয়ের স্ত্রীকে ওমরাহ হজ্ব পালন করতে সৌদি আরবে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ পালনের দিন ছিল। বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ হজ্ব পালনের জন্য তিনি দাম্মাম থেকে গাড়ি চালিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। পথে মরুভূমির নারিয়া এলাকায় তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন জানান, বিষয়টি শুনেছি। নিহতের বাড়িতে গিয়ে খোঁজ নিব।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com