করোনার ভুয়া সনদ: ৪ প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

প্রকাশ: ১০ জুন ২১ । ১৬:৩৬ | আপডেট: ১০ জুন ২১ । ১৬:৫৮

সমকাল প্রতিবেদক

চারটি প্রতিষ্ঠানের একটি মেডিনোভা মিরপুর শাখা করোনা পরীক্ষার এরকম প্রচারণা চালাচ্ছিল

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেওয়ার প্রমাণ মেলায় রাজধানীর চারটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর পল্টনের আল জামী, বাংলামোটরের স্টিমজ হেলথ কেয়ার, বিজয় সরণির সিএসবিএফ এবং মিরপুরের মেডিনোভার শাখা।  মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিয়া সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এসব হাসপাতাল থেকে করোনার ভুয়া সনদ দেওয়াসহ দীর্ঘদিন ধরে নানা ধরনের অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য চিঠি দিয়েছি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com