জাবির নিয়োগ নিয়ে ইউজিসিকে চিঠি

প্রকাশ: ১০ জুন ২১ । ২০:০৩ | আপডেট: ১০ জুন ২১ । ২০:০৪

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষক ও কর্মকর্তা নিয়োগের জন্য গত চার মাসে ৪৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৭ জন শিক্ষক এবং ১০ জন প্রশাসনিক ও নিরাপত্তা কর্মকর্তা। অন্যদিকে 'রীতি লঙ্ঘন' করে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে দাবি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন কয়েকজন শিক্ষক। উপাচার্যের মেয়াদের শেষ সময়ে এসে এ নিয়োগ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য মতে, ২৭ মে অস্থায়ী ভিত্তিতে ১১ জন শিক্ষক নিয়োগ, ২ মে আটজন প্রশাসনিক কর্মকর্তা এবং দু'জন নিরাপত্তা কর্মকর্তার নিয়োগ এবং ১১ ফেব্রুয়ারি স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন বিভাগে ২৬ জন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

দর্শন এবং ভূগোল ও পরিবেশ বিভাগে ছয়জন করে এবং রসায়ন বিভাগে পাঁচটি স্থায়ী পদে প্রভাষক নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এর মধ্যে দর্শন বিভাগে ছয় পদের বিপরীতে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৬০ জন প্রার্থী। শনিবার অনলাইনে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় বিভাগের রীতি লঙ্ঘন করে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে দাবি করে ইউজিসির কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন দর্শন বিভাগের আটজন শিক্ষক। এতে বলা হয়, বিভাগীয় শিক্ষা পর্ষদের সভায় কোনো আলোচনা ছাড়াই এই ছয় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা নিয়মবহির্ভূত। প্রায় এক বছর ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। এমন পরিস্থিতিতে ছয়জন শিক্ষক নিয়োগ কেবল অপ্রয়োজনীয় নয়, দুরভিসন্ধিমূলক।

এই চিঠিতে স্বাক্ষর করেন দর্শন বিভাগের অধ্যাপক মো. মঞ্জুর ইলাহী, অধ্যাপক মো. কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক মো. জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার ও সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com