চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশ: ১০ জুন ২১ । ২০:২১

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা সমকালকে জানান, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুইড্যাং ফিল্টি পাড়া ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুরে এলাকায় এ ঘটনা ঘটে।  

বজ্রপাতে নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাটপাড়া (বটতলা) গ্রামের মৃত নজরুল ইসলামের ছোলে মেসবাউল হক মিশু (৪০), শংকরবাটি এলাকার বটতলা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২)। এছাড়াও তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শাহজাহান সমকালকে জানান; নিহতরা দুজন ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনে বৃহষ্পতিবার বিকালে আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে মেসবাউল ও মিশুর মৃত্যু হয়। 

এসময় একই স্থানে থাকা তরিকুল গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

অপরদিকে নিহতদের পরিবারকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মওদুদ আলম খাঁ।

এদিকে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, ঝড়ের সময় বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়ে ফারজানা নামক এক মেয়ের মৃত্যু হয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com