
লাল তীর গবেষণা কেন্দ্র পরিদর্শন করল কৃষি সম্প্রসারণ বিভাগ
প্রকাশ: ১০ জুন ২১ । ২১:২৫
অনলাইন ডেস্ক

বুধবার গাজীপুরের বাসনে অবস্থিত লাল তীর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করে কৃষি সম্প্রসারণ বিভাগ
কৃষি সম্প্রসারণ বিভাগ এবং মানিকগঞ্জ জেলা বীজ প্রত্যয়ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বুধবার গাজীপুরের বাসনে অবস্থিত লাল তীর গবেষণা ও উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় মানিকগঞ্জ জেলার মডেল কৃষকেরা উপস্থিত ছিলেন।
উদ্বুদ্ধকরণ এই ভ্রমণ কর্মসূচিতে অংশ নেন মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ শাহজাহান আলী বিশ্বাস, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রওশন আলম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আশিস কুমার কর, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আফতাব উদ্দিন মাহমুদ, কৃষি অফিসার মো. আবদুল গফফার।
কৃষি সম্প্রসারণ অধিদতরের নির্বাচিত কৃষকরা লাল তীর সিড লিমিটেডের বীজ গবেষণা, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, অঙ্কুরোদগম পরীক্ষা, প্যাকেজিং ও বাজারজাতকরণসহ প্রত্যেকটি ধাপের কার্যক্রম পরিদর্শন করেন। গবেষণা ও উন্নয়ন ফার্মের পুরো কার্যক্রম দেখে অভিভূত হন তারা।
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মডেল কৃষক জুয়েল মিয়া বলেন, 'বাংলাদেশে একমাত্র লাল তীর মানসম্মত ও উন্নত মানের বীজ উৎপাদন ও বাজারজাত করছে বলে শুনে এসেছি। আজ নিজ চোখে সকল প্রক্রিয়া দেখলাম। লাল তীরের প্রতি আস্থা আরও বেড়ে গেল।'
প্লান্ট পরিদর্শন শেষে লাল তীর বীজ গবেষণা ও উন্নয়ন ফার্মের নির্বাহী পরিচালক, বীজ গবেষণা, পন্য উন্নয়ন, প্রসেসিং, সংরক্ষণ ও পরীক্ষাগারসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ এবং ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (বিক্রয়). কৃষি সম্প্রসারণ কমকর্তাগণ ও মডেল কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা শেষে কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা বীজ প্রত্যয়ন বিভাগের কর্মকর্তারা পুরো প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানসম্মত বলে মত দেন। সংবাদ বিজ্ঞপ্তি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com