শ্রাবন্তী কি চতুর্থ বিয়ে সেরে ফেললেন?

প্রকাশ: ১২ জুন ২১ । ১৩:০২

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গ এখন সরব অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের বিয়ে, সন্তান ও বিচ্ছেদের আলোচনা নিয়ে। এই নুসরাতের আগে আলোচনায় ছিলেন শ্রাবন্তী। সেটাও বিয়ে বিচ্ছেদ নিয়েই। শোনা যাচ্ছে, তৃতীয় স্বামী রোশনের থেকে ডিভোর্স নিতে চাইছেন তিনি। ওদিকে আবার এখনই ডিভোর্স দিতে রাজি নন রোশন। বউকে কাছে পেতে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তিনি। তবে শ্রাবন্তীর সোশ্যাল মিডিয়ায় করা একটি নতুন পোস্ট অভিনেত্রীর ‘চতুর্থ’ বিয়ের জল্পনাকে উসকে দিলো যেনো। ছবিটি বেশ ভাইরাল হয়েছে। 

লাল শাড়ি। হাতে শাঁখা পলা। বড় নাকছাবি। সিঁথিতে সিঁদুর। মাথায় টোপর। নব্য বিবাহিতার বেশে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তা দেখেই জল্পনা রটে, তাহলে কি ‘চতুর্থবার’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? যদিও ক্যাপশনে শ্রাবন্তী স্পষ্ট করে দিয়েছিলেন একটি ব্রাইডাল শ্যুটের জন্য তার এই সাজ। কিন্তু, তাতে পার পাননি ট্রোল হওয়ার হাত থেকে।

বারবার বিয়ে জড়ানো ও তা ভেঙে যাওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় চর্চা হয় অভিনেত্রীকে নিয়ে। ফটোশুটের এই দেখে কুরুচিকর মন্তব্য করতে ছাড়েননি নেটনাগরিকরা। 

একজন মন্তব্য করেছেন, ‘এখন নুসরাত দিদি বিয়ে ভাঙতে ব্যস্ত আর ইনি তিনবার বউ সাজার পরও আবার শখ করে সেজেছেন, কী যে হচ্ছে’ আরেকজন লিখেছেন, ‘এভাবে আর ঘর ভেঙ না, অন্যজন লিখেন ‘ব্যস! এবার হবে ওয়ার্ল্ড রেকর্ড। চারবার বিয়ে করতে চলেছেন। জানি না আর কতগুলো হবে। 

যদিও বর্তমান সম্পর্কের ভেঙে যাওয়ার কারণ নিয়ে প্রথম থেকেই চুপ তিনি। ২০২০ সালের নভেম্বর মাস থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেন। শ্রাবন্তী ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান।  রাজীব বিশ্বাস, কৃষণ ব্রজের সঙ্গে বিয়ে ভাঙার পরে এটি ছিল তার তৃতীয় বিয়ে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com