
কাদের মির্জার বিরুদ্ধে আ’লীগ নেতার গাড়িতে হামলার অভিযোগ
প্রকাশ: ১২ জুন ২১ । ১৩:০৯
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের এই গাড়িতেই হামলা হয়েছে বলে অভিযোগ এসেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের গাড়িতে হামলার অভিযোগ এসেছে।
মিজানুর রহমান বাদল নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মিজানুর রহমান বাদলের সহযোগী হাসিব আহসান আলাল জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসুরহাট হয়ে ঢাকা যাচ্ছিলেন বাদল ও আলাল।
এসময় বসুরহাট উত্তর বাজার ইসলামী ব্যাংকের দক্ষিণ পাশ থেকে আসা একদল দুর্বৃত্ত তাদের গাড়ির গতিরোধ করে। পরে তারা গাড়ি ভাংচুর করে। এসময় গাড়িতে থাকা বাদল ও আলাল আহত হয়।
আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাদলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
হাসিব আহসান আলাল সমকালকে বলেন, ‘ঢাকা যাওয়ার পথে বসুরহাট উত্তর বাজারে মেয়র আবদুল কাদের মির্জার নির্দেশে ও উপস্থিতিতে তার সন্ত্রাসী বাহিনী কেচ্ছা রাসেল, পিচ্ছি মাসুদ, শিহাব খান, রাসেল ও খান সাহেবের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমন করে। এসময় সন্ত্রাসীরা এসময় ৩ রাউন্ড গুলি ছুঁড়ে।’
এই হামলার প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, ‘মির্জা কাদেরের নির্দেশে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। কাদের মির্জা গত ৫মাস ধরে কোম্পানীগঞ্জে অশান্তি সৃষ্টি করছেন। তার মস্তিস্ক বিকৃতি ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলেও পৌরহলে এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজ করেছে।’
বাংলাদেশ আওয়ামী লীগ এখনও কেন কাদের মির্জার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না- এমন প্রশ্ন তুলেন খিজির হায়াত খান।
হামলার ব্যাপারে মেয়র আবদুল কাদের মির্জার মোবাইলে ফোন করলে তার একান্ত সহকারী ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বপন মাহমুদ ফোন রিসিভ করেন।
স্বপন বলেন, ‘নেতা ব্যস্ত। আর মির্জা ভাইয়ের নেতৃত্বে কেন হামলা হবে।’
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ সমকালকে বলেন, ‘কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে বাদলের রাজনৈতিক প্রতিপক্ষরা এ হামলা চালিয়েছে। থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘
তিনি জানান, পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব , পুলিশ বসুরহাট বাজারে টহল দিচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান করছে। বসুরহাটে পরিস্থিতি থমথমে রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com