সহসা খুলছে না আমিরাতের ফ্লাইট

প্রকাশ: ১২ জুন ২১ । ১৬:৫৫

ইউএই প্রতিনিধি

করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশ সহ বহির্বিশ্বের ৯টি দেশের সঙ্গে আকাশ পথের যোগাযোগ বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। পূর্বে বন্ধ থাকা ৬টি দেশের সঙ্গে গত শুক্রবার নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ডিআর কঙ্গো, জাম্বিয়া ও উগান্ডা। 

এর আগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনামের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করে দেশটি। তবে এই ৯টি দেশ থেকে আমিরাত রুটে ট্রানজিট ও কার্গো ফ্লাইট চালু রয়েছে।

এ দিকে দেশে আটকে পড়া অসংখ্য আমিরাত প্রবাসী কর্মস্থলে ফিরতে অপেক্ষার দিন গুণছেন। কারও কারও শেষ হয়ে গেছে ফিরতি টিকিটের মেয়াদ। ফ্লাইট চালু হলে নতুন করে টিকিটের সময় নবায়ন করতে হবে তাদের। চট্টগ্রামের রুবাইদুল রহমান দীর্ঘ দিন ধরে দেশে আটকে আছেন। ৮ জুনের জন্য টিকিট করা থাকলেও সেটি মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে। তার মতো দুবাই প্রবাসী নাজিম উদ্দিনের ফেরার কথা ছিল ৬ জুন। প্রবাসী মোরশেদ আলমের টিকিটে আমিরাত ফেরার তারিখ ১৫ জুন। এ সময় আদৌ ফ্লাইট পাবেন কি-না এই নিয়ে সন্দিহান তিনি। তবে কবে নাগাদ আমিরাত রুটের ফ্লাইট স্বাভাবিক হচ্ছে এই বিষয়ে কোনো সংকেত নেই খোদ বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ বিমানের দুবাই অফিসের এক কর্মকর্তা সমকালকে বলেন, আমিরাত রুটে কবে নাগাদ ফ্লাইট স্বাভাবিক হবে এটি এখনও বলা যাচ্ছে না। আমিরাতের সিভিল এভিয়েশন আমাদের জানানো মাত্রই আমরা ফ্লাইট সচল করতে পারব। তবে এখনও পর্যন্ত এ ধরনের কোনো সংকেত পাইনি আমরা।

দেশে আটকে পড়া প্রবাসীরা বিমানের টিকিট কেনার ব্যাপারে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, দীর্ঘ মেয়াদি ছুটিতে যেতে আগ্রহীরা হয়ত কেউ কেউ তিন-চার মাসের ব্যবধান রেখে রিটার্ন টিকিট নিচ্ছেন। কিন্তু দুই-তিন দিন বা এক সপ্তাহের মধ্যে ফিরে আসার মত টিকিট আমরা বিক্রি করছি না।

ইউএস বাংলার দুবাইয়ের কান্ট্রি ম্যানেজার নাইমুল ইসলাম সমকালকে বলেন, আপাতত আমাদের কাছে কোনো নিদের্শনা নেই। জুলাই মাসেও ফ্লাইট স্বাভাবিক হবে কি-না সন্দেহ। ভারতে বর্তমানে করোনার যে পরিস্থিতি এটি স্বাভাবিক হলে হয়ত ঈদের পর ফ্লাইট খুলে যেতে পারে। তবে আগামী ১৮ জুন থেকে ইউএস বাংলা’র দুবাই থেকে ঢাকার ফ্লাইট চালু করছি আমরা।  

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com