জি-৭ ভুক্ত দেশের বিনিয়োগ বতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

প্রকাশ: ১২ জুন ২১ । ১৮:২৩

বরিশাল ব্যুরো

যুক্তরাজ্যের কর্নওয়ালে চলমান জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকরী দেশ জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও কানাডার প্রদত্ত ঋণ ও জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর কীর্তণখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রান্তজন, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি)।

এ সময় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আমাদের দেশে বৈদেশিক ঋণ প্রদানকারী দেশগুলোর মধ্যে জি-৭ অন্যতম। এসব দেশ বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশিয় উন্নয়ন ব্যাংকেও প্রধান বিনিয়োগকারী। আমাদের দেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বিপদে ফেলে জি-৭ এর দেশ মুনাফা ভোগ করছে ওই ধনী দেশগুলো।

বক্তারা বলেন, আমাদের দেশের বৈদিশিক দেনা রয়েছে ১৩ হাজার কোটি টাকা। জি-৭ সহ ধনী দেশগুলোর ঋণ ও ঋণের সুদ পরিশোধ করে স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান বক্তারা। সভায় মাতারবাড়ি, ও মেঘনাঘাট জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে জি-৭ ভুক্ত দেশ জাপান, যুষ্ট্ররাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও ইতালির বিনিয়োগ বন্ধের দাবি জানানো হয়েছে।

সমাবেশে বক্তৃতা করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, ক্যাব সম্পাদক রনজিৎ দত্ত, আরোহি’র নির্বাহী পরিচালক খোরশেদ আলম, রান নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম, ম্যাপ নির্বাহী পরিচালক শুভাংকর চক্রবর্তী ও বরিশাল ওমেন চেম্বারর্সের রেবেকা সুলতানা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com