
কবি ফররুখ আহমদের বসতভিটা অক্ষুণ্ন রেখে রেললাইন স্থাপনের দাবি
প্রকাশ: ১২ জুন ২১ । ১৯:৫৯ | আপডেট: ১২ জুন ২১ । ২০:১৪
সমকাল প্রতিবেদক

কবি সৈয়দ ফররুখ আহমদ
কবি সৈয়দ ফররুখ আহমদের বসতভিটার ওপর দিয়ে রেললাইন নির্মাণ পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন কবি, লেখক-শিল্পী ও বিশিষ্টজনরা। এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী বলেছেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না। তাই সমাজে তথা রাষ্ট্রে যেসব গুণী ব্যক্তি বাস করেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়া আমাদের কর্তব্য। সভ্য দেশগুলোত দিকে তাকান, দেখবেন তারা গুণীদের সন্মান দিতে ভুল করে না। কিন্তু আজ কবি ফররুখ আহমদকে নিয়ে আপনারা অনেক আলোচনা করেছেন। ফররুখের মতো কবি এদেশে জন্ম নিয়ে আমাদের গর্বিত করেছে। আমরা তাকে প্রাপ্য সম্মান দিতে পারিনি। কবি ফররুখ আহমদের স্মৃতিবিজড়িত বসতভিটা না ভেঙে সেটি অক্ষুণ্ন রেখে রেল লাইন স্থাপন করাই হবে জাতি হিসেবে আমাদের জন্য গৌরবের।
শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মানবতাবাদী কবি ফররুখ আহমদের বসতভিটা আক্রান্ত: ঐতিহ্য রক্ষায় করণীয়’ ও তার ১০৩তম জন্মবার্ষিকী স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিশিষ্ট নজরুল গবেষক কবি অধ্যাপক আব্দুল হাই শিকদার, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কাদের গনি চৌধুরী, বাচিক শিল্পী এ্যাড. নাসিম আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম প্রধান, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহনাজ সিদ্দিকী সোমা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, কবি ফররুখ আহমদের ছেলে মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউরোপকে এক সময় অন্ধকার যুগ বলা হতো। ইউরোপের সেই অন্ধকার যুগ কেটে গেছে। তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম ও কবি ফররুখ আহমদ মানবতার কবি। মানবতার জাগরণের কবি। ফররুখ আহমদ এদেশের মানুষের জাগরণের কথা তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, তেমনি কবি ফররুখ আহমদও বাংলা সাহিত্যিকে সমৃদ্ধ করেছেন। সরকারের উচিত তাকে সম্মান দেওয়া এবং তার স্মৃতি বিজড়িত বাড়ি যাতে রেল লাইন থেকে রক্ষিত থাকে সেই দাবি সরকারের কাছে ব্যক্ত করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com