
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ১২ জুন ২১ । ২১:১৬
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুরে ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে জীবন কুজুর। শুক্রবার উপজেলার রামেশ্বরপাড়া আদিবাসীপাড়ায় এ ঘটনা ঘটে।
শনিবার থানায় হত্যা মামলা করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ঘাতক জীবন পলাতক।
এদিন বিকেলে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন মোংলা কুজুর। এ সময় তার একমাত্র ছেলে জীবন কুজুর ঘরে ঢুকে তার মাথায় কুঠার দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। এতে মাথার মগজ বের হয়ে ঘটনাস্থলেই মোংলা কুজুর মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে হত্যা মামলা করেন।
মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কী কারণে জীবন তার বাবাকে হত্যা করল, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মামলা করেছেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com