
একাই বগি নিয়ে ঢাকায় গেলেন করোনা আক্রান্ত ট্রেন পরিচালক
প্রকাশ: ১২ জুন ২১ । ২২:৩৯
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

একলা এক বগিতে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম, ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অতিরিক্ত একটি বগিতে একাই ঢাকায় গেলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের ট্রেন পরিচালক শরিফুল ইসলাম। তার আইসোলেশনের জন্য এ বিশেষ সুবিধা দিয়েছে রেলওয়ে কর্তপক্ষ।
শনিবার ঢাকায় নেওয়া হয় তাকে। খুলনা-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনে আলাদা একটি বগি (যার নম্বর ৭১২৪) যুক্ত করে তাকে ঢাকায় নেওয়া হয়। কর্তৃপক্ষ বলছে, এটা আইসোলেশন কোচ হিসেবে ব্যবহার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন পরিচালক শরিফুল ইসলাম। তিন দিন ধরে কাশি ও শ্বাসকষ্টও বেড়েছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। শনিবার চিত্রা এক্সপ্রেস ট্রেনে একটি অতিরিক্ত বগি সংযোজন করে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকার মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এদিকে সহকর্মী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন, তাই তাকে একনজর দেখার জন্য বেশ কয়েকজন ট্রেন পরিচালক (গার্ড) ঈশ্বরদী রেল স্টেশনে অপেক্ষা করতে থাকেন। দুপুর ২টার দিকে ট্রেনটি ঈশ্বরদী এলে করোনা আক্রান্ত শরিফুল দরজা খুলে দাঁড়িয়ে অপেক্ষমান সহকর্মীদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে বাংলাদেশ গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বলেন, করোনা আক্রান্ত রোগীকে বহনের জন্য ট্রেনে আইসোলেশনের বিধান রয়েছে। যাত্রীর জন্য বরাদ্দ দেওয়ায় আসন ফাকা না থাকায় নির্দেশনা অনুযায়ী চিত্রা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি বলেন, গতবছর ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহিদুল ইসলাম আক্রান্ত হলে তাকেও রাজশাহী থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করে ঢাকায় পাঠানো হয়েছিল।
এ বিষয়ে রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক মো. শাহিদুল ইসলাম জানান, বিষয়টি তিনি জানেন। বিষয়টির অনুমতি হয়েছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে। আক্রান্ত ‘সিরিয়াস’ রোগীকে বহনের জন্য এ ধরনের ব্যবস্থার নিয়ম রয়েছে বলেও জানান তিনি।
পুরো কোচের ভাড়া আক্রান্ত ট্রেন পরিচালক শরিফুল ইসলাম দেবেন কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, শুধু তার ‘পাশ’ ইস্যু করে এটি করা হয়েছে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘শরিফুল ইসলাম কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বললেন, তাকে ঢাকায় নিতে হবে। সে জন্য চিত্রা এক্সপ্রেসে তার জন্য আলাদা একটি বগি যুক্ত করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com