
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী
প্রকাশ: ১২ জুন ২১ । ২৩:২২
অনলাইন ডেস্ক

উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বর্তমান দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার গ্রামীণ জনপদের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে প্রান্তিক জনপদের অধিবাসীদের অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়ন এবং পোগলদিঘা ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে সমবেত জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলেও আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিহাব উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com