খালেদা জিয়া মুক্তি পেলে গণতন্ত্র মুক্তি পাবে: গয়েশ্বর

প্রকাশ: ১৮ জুন ২১ । ২২:৫০ | আপডেট: ১৮ জুন ২১ । ২৩:২৯

সমকাল প্রতিবেদক

গয়েশ্বর চন্দ্র রায়- ফাইল ছবি

গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তির আন্দোলন একই সুতোয় গাঁথা মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের রোগমুক্তি কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী নবীন দল।

খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া মুক্ত হলে আমরা সবাই মুক্তি পাব। সেই কাজটা আমাদেরই করতে হবে। স্লোগান দিয়ে হবে না। গলার জোর নয়, মনের জোর বাড়াতে হবে। যেটা করা দরকার, সেটাই করতে হবে।’

গুম-খুনের প্রসঙ্গ তুলে সরকারের সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘গুম কেন হয়, কারা হয়, সরকার জানে। সরকার বলে না,যদি নিজেরা গুম হয়ে যায় সেই ভয়ে।’

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশে এত সমস্যা, চুরি, ডাকাতি, অর্থ লোপাট, স্বাস্থ্য খাতে দুর্নীতি জাতীয় সংসদে আলোচনা হয় না। আলোচনা হয় জাদুমণি, সোনামণি, পরীমণিকে নিয়ে- যা সমাজের কোনো উপকারে আসে না, জাতির প্রয়োজনে আসে না।’

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামসহ অনেকে বক্তব্য দেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com