শিশুকে বলাৎকারের চেষ্টা, ইমাম আটক

প্রকাশ: ২০ জুন ২১ । ২৩:১৩

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

পুলিশের হাতে আটক ইমাম- সমকাল

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে জসিম উদ্দিন নামের এক মসজিদের ইমামকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ। 

রোববার বিকেলে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, রোববার সকালে মক্তবে পড়তে জসিমের কাছে যায় ওই ছাত্র। পরে তাকে ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন। এলাকাবাসী জানতে পেরে ইমামকে মসজিদে তালাবদ্ধ করে রাখে। শিশুটির বাড়ি পশ্চিম শেখপুরায়। সে চতুর্থ শ্রেণিতে পড়ে। সে জানায়, হুজুরের হাত, পা ও কোমর টিপে দেওয়ার সময় তার সঙ্গে বাজে ব্যবহার করায় বাড়িতে গিয়ে তার মাকে বলে দেয়।

মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক শাহজাহান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে মসজিদ কমিটির সদস্য দুলাল পাটওয়ারী থানা-পুলিশ না করতে হুমকি দিয়েছে বলে ছাত্রের পরিবার জানিয়েছে।

রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আটক ইমামকে আদালতে পাঠানো হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com