
কমলগঞ্জে স্বামীর উপর ‘অভিমানে’ গৃহবধূর ‘আত্মহত্যা’
প্রকাশ: ২৮ জুন ২১ । ০০:২৫
কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে সুমনা আক্তার (২২) নামে এক গৃহবধু স্বামীর উপর ‘অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে’ বলে দাবি করছেন তার পরিবারের সদস্যরা।
সুমনা আক্তার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শ্রীগোবিন্দপুর চা-বাগান এলাকার বাসিন্দা আব্দুল মিয়ার স্ত্রী।
গৃহবধুর স্বামী আব্দুল মিয়া সমকালকে বলেন, ‘রোববার দুপুরে সুমনা আমার সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে আমি খবর পাই সে মাধবপুর বাজারে গিয়ে বিষপান করে।’
সুমনা বিষপানের পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীগোবিন্দপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি মিলন নায়েক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ‘বিষপানে আত্মহত্যার কোন সংবাদ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com