
গাংনীতে শিশু আবির হত্যায় মামলা, গ্রেফতার ২
প্রকাশ: ২৮ জুন ২১ । ১১:৩৬
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে শিশু আবির হোসেনকে অপহরনের পর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ জুন) রাতে মামলাটি দায়ের করেন নিহত আবির হোসেনের মা রোজিনা খাতুন। মামলায় ষোলটাকা ইউনিয়ন পরিষদের সদস্য নুহুনবীর ছেলে হামিম ও মিরাজ উদ্দীনের ছেলে মুজাহিদের নাম উল্লেখ করে আরও কয়েকজন অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, শিশু আবির হোসেনকে অপহরনের পর হত্যার ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের মা। মামলার এজাহারনামীয় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মেহেরপুর আদালতে নেয়া হবে। সেখানে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন তারা।
এদিকে নিহত শিশু আবিরের মরদেহ ময়না তদন্ত শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে জানাজা শেষে দাফন করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com