
নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
প্রকাশ: ২৮ জুন ২১ । ১২:৫২ | আপডেট: ২৮ জুন ২১ । ২২:৫৫
নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার হাটগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার শরিফুল ইসলাম নূর (২৬)।
গ্রেপ্তার আরেকজন হলেন, শরিফুল ইসলামের সহযোগী হোটেল ম্যানেজার দ্বিন মোহাম্মদ। এ ঘটনায় কিশোরীর মামা বাদী হয়ে রোববার রাতে সোনাইমুড়ি থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
কিশোরীর মামা অভিযোগ করেন, নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াপাড়া গ্রামের আকবর আলীর ছেলে শরীফুল ইসলাম নূর কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে হোটেলে নিয়ে ধর্ষণ করেছেন।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক জিসান আহম্মেদ জানান, রোববার রাত ৯টার দিকে খবর পেয়ে হোটেলে গিয়ে অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করেন। অতিরিক্ত রক্তক্ষরণে কিশোরীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেসময় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন এবং উপ-পুলিশ পরিদর্শক আরমান হোসেন তাকে রক্ত দেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, রোববার রাত ১০টার দিকে কিশোরীকে জরুরি বিভাগে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com