
শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড়
প্রকাশ: ২৮ জুন ২১ । ১৪:১৫ | আপডেট: ২৮ জুন ২১ । ১৪:১৮
লৌহজং সংবাদদাতা

সোমবার সকালে শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়
লকডাউনে বিধি উপেক্ষা করেই ঢাকা ছাড়ছে মানুষ। সোমবার সকালেও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখী মানুষ শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের ফেরিতে পারাপার করছে। তবে গত কয়েকদিনের চেয়ে সোমবার সকাল থেকে যাত্রীদের উপস্থিতি কিছুটা কমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে।
এদিকে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে ফেরিঘাটে। ঘাটে দীর্ঘসারি দেখা যায় পণ্যবাহী গাড়ির।
বিআইডাব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরের ১৬টির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পদ্মানদী পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক গাড়ি। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে।
ফরিদপুরগামী যাত্রী লোকমান ফকির জানান, ঢাকায় বড়ো বোন অসুস্থ তাকে দেখতে গিয়েছিলাম। লকডাউনের মধ্যে এসেছি, আবার শুনছি কঠোর লকডাউনের কথা, তাই ফিরে যাচ্ছি।
ঢাকার একটি বিপণিবিতানের বিক্রয় প্রতিনিধি নড়াইলের আকরাম হোসেন বলেন, করোনার কারণে মার্কেট বন্ধ থাকায় কাজ নেই। মেস ভাড়া ও খাবার খরচ দেওয়া কঠিন হয়ে পড়েছে। গ্রামে গেলে অন্তত থাকা-খাওয়ার চিন্তা করতে হবে না।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিমুলিয়া মোড়ে চেকপোস্ট আছে। ঘাটের প্রবেশ মুখেও চেকপোস্ট আছে। জরুরী প্রয়োজন ও ডাক্তারি কাগজপত্র ছাড়া যাত্রীদের ঘাটে যেতে দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ি চলাচল করছে। ঘাটেও আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com