লকডাউনে দুস্থদের সহায়তা হিসেবে ২৩ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ

প্রকাশ: ২৮ জুন ২১ । ১৭:৫৬ | আপডেট: ২৮ জুন ২১ । ২০:০০

সমকাল প্রতিবেদক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা হিসেবে দেশের ৬৪ জেলায় ২৩ কোটি ছয় লাখ ৭৫ হাজার বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে আরও জানানো হয়, বরাদ্দের শর্ত অনুযায়ী, জেলা প্রশাসকরা এ অর্থ ইউনিয়ভিত্তিক উপ-বরাদ্দ হিসেবে দেবেন।

এছাড়া ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা দেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com