করোনা: বরিশালে শনাক্তের অর্ধেক নগরীর বাসিন্দা

প্রকাশ: ২৮ জুন ২১ । ১৮:১৭

বরিশাল ব্যুরো

বরিশালে করোনাভাইরাসে আক্রান্তের হার গত এক সপ্তাহে দ্বিগুণ হয়েছে। বরিশাল জেলায় শনাক্ত রোগীদের মধ্যেই অর্ধেকেরও বেশি বরিশাল নগরীর বাসিন্দা। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭২ জন। শনাক্ত রোগীদের মধ্যে ৪৬ জন নগরীর বাসিন্দা। গত ২০ জুন জেলায় শনাক্তের সংখ্যা ছিল ২২ জন। 

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে রোববার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে,রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২০১টি নমুনা পরীক্ষায় সোমবার বরিশাল জেলায় শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৮২।  রোববার ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৯১ জন পজেটিভ শনাক্ত হয়েছিলেন। 

গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ওয়ার্ডে ৬ জন রোগী মারা গেছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে তথ্যানুযায়ী,বরিশাল বিভাগের ৬ জেলায় সোমবার শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৭৬। 

বিভাগের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে পিরোজপুরে। এ জেলায় সোমবার ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৭০ দশমিক ৭৭। 

বিভাগের অন্য ৪টি জেলাতে শনাক্তের হার পটুয়াখালীতে ৩২ দশমিক ২৬, ভোলায় ৩০ দশমিক ৭৭, বরগুনায় ৩৩ দশমিক ৯৬ এবং ঝালকাঠিতে ২৯ দশমিক ৪৯। 

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় ৪৬৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ১৮১ জন। 

এদিকে বরিশাল চেম্বর অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ সভাপতি অধ্যাপক আমিনুর রহমান ঝান্ডা অভিযোগ করেন, তিনি স্ত্রী তাহমিনা চৌধুরীসহ গত ২৩ জুন বরিশাল সদর হাসপাতালে নমুনা পরীক্ষা দেন। সোমবার পর্যন্ত তারা পরীক্ষার ফল পাননি। 

অভিযোগ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ‘বরিশালের একমাত্র পিসিআর ল্যাবটিতে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা সম্ভব। কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় এখন শেবাচিম হাসপাতালে নমুনা সংগৃহীত হচ্ছে বেশি। যে কারণে নগরীর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য উপজেলা থেকে সংগৃহীত নমুনার কিছু পরিমান ঢাকায় পাঠানো হয়। এতে রিপোর্ট পেতে দেরি হতে পারে।’

নমুনা দেওয়ার কত দিনের মধ্যে রিপোর্ট পাওয়া যাবে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, ‘আমরা এখন আর নিয়মের মধ্যে নেই’।

বরিশাল সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আনোয়ার হোসাইন জানান, এ হাসপাতালে নমুনা সংগ্রহের ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নিয়ম রয়েছে। কিছু রোগীর ক্ষেত্রে কেন দেরি হচ্ছে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com