
জামালপুরে গৃহবধূ হত্যায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ: ২৮ জুন ২১ । ১৮:২৪ | আপডেট: ২৮ জুন ২১ । ২০:৫২
জামালপুর প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত রবিউল কাশেম (বামে) ও মো. আমিনুর। ছবি: সমকাল
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের গৃহবধু শাহিদা আক্তারকে শ্বাসরোধে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিচারক মো. জুলফিকার আলী খানের আদালত এই রায় দেন।
মামলার রায়ে বলা হয়, শাহিদা আক্তারের স্বামী শাহিন মিয়া সৌদি প্রবাসী। শাহিন মিয়ার পাঠানো টাকাকে কেন্দ্র করে ২০১০ সালের ২০ জানুয়ারি সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হয় শাহিদার। এর এক পর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করে তার ভাসুর রবিউল কাশেম, মো. আমিনুর ও ভাতিজা নিক্সন। এদের মধ্যে নিক্সন পলাতক রয়েছে।
মামলায় ১৭ জন স্বাক্ষীর মধ্যে ৮ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তিন জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।
নিহত শাহিদা আক্তারের বাবা মো. মজিবর রহমান ২০১০ সালের ১৯ ডিসেম্বর বাদী হয়ে মাদারগঞ্জ থানায় এ হত্যা মামলা দায়ের করেছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com