ইউরোতে দুই মহারণ, একদিকে স্পেন, অন্যদিকে ফ্রান্স!

প্রকাশ: ২৮ জুন ২১ । ১৮:৪০ | আপডেট: ২৮ জুন ২১ । ১৮:৪৮

স্পোর্টস ডেস্ক

ইউরো কাপের দুই কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। যেখানে হাঙ্গেরির মাটিতে রাত একটায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আর রাত ১০টায় ডেনমার্কের মাঠে ক্রোয়েশিয়াকে লড়তে হবে সাবেক চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।

২০১৮ বিশ্বকাপে যেমন ছন্দে ছিল ফ্রান্স, এবারের ইউরো কাপে তার রেশ দেখা যায়নি এমবাপ্পেদের মাঝে। প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে আত্মঘাতী গোলে একটি ম্যাচ জয় ছাড়া এখনও জয়ের মুখ দেখেনি দিদিয়ের দেশ্যমের দল। শেষ দুই ম্যাচ হাঙ্গেরির বিপক্ষে ১-১ ও পর্তুগালের সাথে ২-২- গোলে ড্র করেছে ফ্রান্স। দুই ডিফেন্ডার লুকাস ডিগনে আর জুলেন কাউন্ডের ইনজুরি বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে দেশ্যমকে। আক্রমণভাগে বেনজেমা-এমবাপ্পে-গ্রিজম্যানরা এখনও সেরা ছন্দ দেখাতে পারেননি। অন্যদিকে চোটের কারণে দেম্বেলের না থাকা বড় ধাক্কা। 

ফ্রান্সের সামনে আজ সুইজারল্যান্ড বাঁধা।  


তবে নকআউটই দল ছন্দে ফিরবে এমন আশা ফ্রান্স কোচের। এমবাপ্পে-গ্রিজম্যানরাও নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। সব মিলিয়ে শেষ আটে যেতে আত্মবিশ্বাসী বিশ্বজয়ীরা।

অন্যদিকে, প্রথম গ্রুপের পর্বে দুই ম্যাচে এক পয়েন্ট পেলেও শেষ ম্য়াচে তুরস্কের বিপক্ষে দুরন্তভাবে কামব্যাক করে শেষ ষোলোর টিকিট পায় সুইজারল্যান্ড। ফ্রান্সের মত শক্তিশালী দলের বিপক্ষে নামার আগে জাকা, এমবোলো, সেফেরোভিচদের অভিজ্ঞতার উপর ভরসা রাখছে সুইস কোচ। সুইজারল্যান্ড দলও আরও একবার জায়ান্ট কিলার হিসেবে নিজেদের প্রমাণ করতে মরিয়া।

শেষ ষোলোর আরেক ম্যাচে বিশ্বকাপ রানার্সআপ ক্রোয়েশিয়ার বাঁধা স্পেনের সামনে। টানা দুই ড্রয়ের পর স্লোভাকিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়, দলটির দুর্বার আক্রমণভাগের পরিচয়।

তবে বিশ্বকাপের ফাইনালিস্টরা সমস্যায় পড়েছে তারকা ইভান পেরিসিচ করোনা আক্রান্ত হয়ে ছিটকে যাওয়ায়। ক্রোট তারকা জাতীয় দলের জার্সিতে ১০০-র বেশি ম্যাচ খেলেছেন। দলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন। চলতি ইউরোতে ছিলেন দুর্দান্ত। পেরিসিচকে হারানো নিঃসন্দেহে লুকা মদ্রিচদের কাছে বড়সড় ধাক্কা। মোরাতা-সারাবিয়া-তোরেসরা তেমন ধারাবাহিক নয়।

ক্রোয়েশিয়া ও স্পেন দলের শক্তির বিচার করলে কিছুটা এগিয়ে রাখতেই হবে এনরিকের দলকে। তবে বড় ম্য়াচের অভিজ্ঞতা বেশি রয়েছে মদ্রিচ, পেরিসিচদের। ফলে আজকের ম্যাচে জয়ের ক্ষেত্রে যেই দল প্রথমে গোল করতে পারবে তাদেরকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com