এভারকেয়ার হাসপাতালের 'বেসিক লাইফ সাপোর্ট' ক্যাম্পেইন

প্রকাশ: ২৮ জুন ২১ । ১৮:৫৮ | আপডেট: ২৮ জুন ২১ । ১৯:৩৯

অনলাইন ডেস্ক

'বেসিক লাইফ সাপোর্ট' নামের এক নতুন ফার্স্ট রেসপন্ডার প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে এসেছে এভারকেয়ার হসপিটাল। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রাথমিকভাবে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলোতে সুরক্ষা কর্মীদের মতো ফার্স্ট রেসপন্ডারদের প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে অ্যাম্বুলেন্স ফ্লিট অপারেটর, পুলিশ এবং অন্যান্য ফার্স্ট রেসপন্ডারদেরও এই প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা করছে হসপিটাল চেইনটি।

সব ধরণের স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকা এবং চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনটি শুরু হয়েছে।  ক্যাম্পেইনের লক্ষ্য ঢাকার ১০টি এবং চট্টগ্রামের ১০টি এলাকার নিরাপত্তা কর্মীদের প্রথম ব্যাচে প্রশিক্ষণ দেওয়া। পাশাপাশি এভারকেয়ার প্রাথমিক চিকিৎসার কিটও সরবরাহ করা হবে।

চলমান প্রশিক্ষণ প্রোগ্রাম নিয়ে এভারকেয়ার হসপিটাল ঢাকার অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মাদ হাসান আন্দালিব বলেন, 'ঢাকা ও চট্টগ্রামে এমন অনেক প্রবীণ নাগরিক বসবাস করেন, যাদের জন্য জরুরি চিকিৎসাসেবা পাওয়াটা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য মূলত প্রবীণ নাগরিক এবং অন্যান্য মানুষের সেবা নিশ্চিত করা- যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে।'

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের কোঅর্ডিনেটর ও কনসালটেন্ট ডা. রিভু রাজ চক্রবর্তী বলেন, ''জরুরি চিকিৎসাসেবা প্রদান একটি জটিল অভিজ্ঞতা। চলমান মহামারিতে পর্যাপ্তভাবে এই সেবাদানের বিষয়টি আরও কঠিন হয়ে পড়েছে। সেজন্য বর্তমানে সাধারণ মানুষকে এ বিষয়ে সঠিক শিক্ষা প্রদান গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। ঢাকা ও চট্টগ্রামে চিকিৎসাসেবা ও জনকল্যাণ নিশ্চিতের প্রতিশ্রুতি রক্ষার্থে এই 'বেসিক লাইফ সাপোর্ট' ক্যাম্পেইনটি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।''


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com